নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খড়দা :: অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা ছড়ালো খড়দহ রহড়া স্টেশন রোডের শিল্পী অনুষ্ঠান বাড়ীতে।খড়দহ রহড়া শিল্পী অনুষ্ঠান বাড়ীর নীচে থাকা একটি দোকানে আগুন লাগে।আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এর আগুন ছড়িয়ে পড়তে শুরু করে দমকলের তিনটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দমকলের অনুমান নির্মাণকারী সংস্থার অফিসে শর্টসার্কিটের জেরেই এই আগুন।সমগ্র ঘটনায় হতাহতের কোন খবর নেই