দেবেন তেওয়ারী :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক ছড়ালো ঝাড়গ্রামের সরডিহা এলাকার আমদই গ্রামে। নদী পাশ্ববর্তী আলু এবং সর্ষে ক্ষেতে দুপুর বেলা বেশ বড় পায়ের ছাপ দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। বৃষ্টি হওয়ায় ছাপ স্পষ্ট দেখা যায় এলাকায়। গত কয়েকদিন ধরেই গ্রামে হাঁস মুরগী নিখোঁজ হচ্ছিলো।
আজ অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যাওয়ার পর ই মানুষ নিশ্চিত হয়। এর পর মানিক পাড়ার রেঞ্জ অফিসার অর্নব ঘোষ সহ একাধিক বনদফতর এর কর্মীরা ঘটনা স্থলে গিয়ে ছাপ পরীক্ষা করে জানায় সম্ভবত এটা নেকড়ে র পায়ের ছাপ। গ্রামবাসী দের আতঙ্কিত না হওয়ার কথা বললেও গ্রামবাসী দের মধ্যে আতঙ্ক রয়ে গেছে।