আই এন টি টি ইউ সির শ্রমিকসংগঠনের উদ্যোগে মুচিদের বস্ত্র বিতরণ করা হলো দেশবন্ধু ক্লাবে

দানিশ আলী :: সংবাদ প্রবাহ :: তারকেশ্বর :: তারকেশ্বর আমতলা দেশবন্ধু ক্লাবে রাজ্যের আই এন টি টি ইউ সির শ্রমিকসংগঠনের রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আরামবাগ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি উত্তম কুন্ডু ব্যবস্থাপনায় শতাধিক এর উপর মুচিদের বস্ত্র ও নগদ অর্থ তুলে দিলেন রাজ্যের শ্রমিক সংগঠনের    সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যেভাবে সাধারণ মানুষের পাশে থাকে উত্তম কুন্ডু এই ভাবেই দল এগোবে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের, জন্য অন্যদিকে উত্তম কুন্ডু বলেন যেভাবে দেশবন্ধু ক্লাব প্যান্ডেল ফুটিয়ে তুলেছে অর্থাৎ আগামী দিনে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই ভাবধারাকে ফুটিয়ে তুলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =