আজ গোসাবার উপনির্বাচন । সকাল থেকেই ভোটারদের মধ্যে সাজ সাজ রব

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: আজ গোসাবার উপনির্বাচন । সকাল থেকেই ভোটারদের মধ্যে সাজ সাজ  রব ।

তার মধ্যেই দেখা গেলো সাত সকালেই ভোটার লাইনে দাঁড়িয়েছেন গোসাবার প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর, ছেলে বাপ্পাদিত্য নস্কর ও ভাই অরবিন্দু নস্কর । তার পরিবারের সদস্যরা ভোট দিলেন। বাড়ির কাছেই হরিণখালি প্রাথমিক স্কুলে ২২ নম্বর বুথে ভোট দেন তারা।

অন্যদিকে সকাল সকাল নিজের বুথে গিয়ে তৃনমূল প্রার্থী ভোট দিলেন। গোসাবা বিধান সভার ২৪৮ নং বুথে তিনি ভোট দেন তিনি ।গোসাবা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল সকালবেলায় তার বাড়ির সামনে 248 নম্বর বুথে মাঝেরপাড়া হালদার পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ভোট দেয়।

সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ।আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যেই চলছে ভোট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + thirteen =