নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলের কাছেই কল্যানেশ্বরী মন্দির ও মাইথন জলাধার কিন্তু পিকনিক করতে আসা লোকজন কিম্বা পর্যটকদের জন্যে একটি প্রধান আকর্ষণ কেন্দ্র । এখানে কয়্লাখনি অঞ্চল,কলকাতা কিম্বা সংলগ্ন রাজ্য ঝাড়খন্ড থেকেও মানুষ এখানে আসেন বিনোদনের আশায় ।
এখানে দূরদুরন্ত থেকে পর্যটক দের আগমন দেখা গেলো বছরের প্রথম দিনে।চলছে পর্যটকদের জন্য নৌকাবিহার ও স্পিডবোর্ডে করে ঘোরা।একই সাথে মা কল্যানেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় দেখার মতো ছিলো।
তবে মাইথন পর্যটন পিকনিক এবং ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকদের মুখে মাস্ক ছাড়াই ঘোরাঘুরির ছবি ধরা পড়লো ।অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে করোনা বিধি মানার বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে।কিন্তু মানুষ সচেতন হচ্ছে না।