আসানসোলের ঘনশ্যাম অ্যাপার্টমেন্টের চৈতালি তেওয়ারির ফ্ল্যাটে এবার এলো পুলিশের একটি বিশেষ দল।

নিজস্ব সংবাদদাতা ;; সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলের ঘনশ্যাম অ্যাপার্টমেন্টের চৈতালি তেওয়ারির ফ্ল্যাটে এবার এলো পুলিশের একটি বিশেষ দল। আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর মামলায় অনুষ্ঠানের আয়োজক তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি ও প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারীর ফ্ল্যাটের দরজায় সোমবার নোটিশ সাটিয়ে যায় উত্তর থানার পুলিশ।

তারপরে মঙ্গলবার সকালে পুলিশের এসিপি র‍্যাংকের আধিকারিকরা এবং ইনভেস্টিগেশন অফিসার ও মহিলা পুলিশ সহ বেশ কয়েকজন আধিকারিক এদিন ফ্ল্যাটে আসেন।যদিও চৈতালী তেওয়ারি বা জিতেন্দ্র তেওয়ারী ফ্ল্যাটে এই মুহূর্তে কেউ নেই। তালা দেওয়া অবস্থায় রয়েছে ফ্ল্যাটটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 16 =