উত্তরপাড়ার বন্ধ ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার করলো পুলিশ

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: উত্তরপাড়া সখের বাজার অঞ্চলে জি,টি রোডের উপর একটি আবাসনের বন্ধ ঘর থেকে বছর পঞ্চাশের মহিলার মৃত দেহ উদ্ধার হলো ৷স্থানীয় সুত্রে জানা যায় ঝুমা বর্ধন নামে ওই মহিলা একাই ওই আবাসনের তিন তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন ৷শেষ ৪/৫ দিন ধরে তাকে কেউ দেখতে পায়নি ৷

আজ বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোচ্ছে দেখে আবাসনের বাসিন্দারাই থানায় খবর দেন ৷পুলিশ এসে গেট ভেঙ্গে মহিলাকে মৃত অবস্থায় ঘরের ভিতর পড়ে থাকতে দেখেন ৷ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ৷কি ভাবে মহিলার মৃত্যু হলো তা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =