নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বোলপুর শহরের পাশাপাশি শান্তিনিকেতনের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। ইতিমধ্যেই বোলপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
বোলপুর মহকুমা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জরুরি বৈঠকে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে আগামী ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি বোলপুর পৌরসভা এলাকায় সকাল ছয়টা থেকে দুপুর দুটো পর্যন্ত দোকানপাট খোলা থাকবে।
দুপুর দুটোর পর থেকে জরুরী পরিষেবা ওষুধপত্রের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে । করনার বৃদ্ধির কথা মাথায় রেখেই এই আংশিক লকডাউনের ঘোষনা করা হয়েছে ।