কলকাতা পুর ভোটের ডিউটি সেরে ফিরেই মৃত জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: কলকাতা পুর নির্বাচনে ১০ নম্বর বোরোতে যোদপুরপার্ক বয়েজ স্কুলের ডিউটি সেরে ভোর ৩ টে নাগাদ নিজের নিমপীঠের কোয়াটারের ফিরেই অসুস্থ বোধ করায় তড়িঘড়ি শ্রীরাম কৃষ্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যেতেই ৩:১৫ মিনিট মৃত্যু হয়েছে জয়নগর ২ নম্বর ব্লকের বিডিও মনোজ মল্লিক l মৃত্যুকালে বয়স হয়েছিল ৪২ বছর lঅত্যন্ত এক জন দক্ষ আধিকারিক হিসাবে তিনি পরিচিত ছিলেন l তার স্ত্রী ও দুই পুত্র কন্যা সন্তান রয়েছে l তার অকাল প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে জয়নগর ২ নম্বর ব্লক এলাকায় l ভেঙে পড়েছেন সহ কর্মীরা খবর পেয়েই হাসপাতালে চলে আসেন বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার ও একাধিক ব্লকের বিডিও ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nine =