কাঁকুলিয়া জোড়া খুন কান্ডে গেরফতার আরো এক , আটকও এক

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: কাঁকুলিয়া রোডে শিল্পকর্তা সুবীর চাকি ও তার গাড়ি চালকের খুনের ঘটনায় কলকাতা পুলিশের হোমিসাইড শাখার তদন্তকারীদের হাতে গ্রেফতার আরো এক । আটকও একজন । বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানার জয়দেবপুর থেকে সঞ্জয় মণ্ডল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সঞ্জয় প্রতিবেশীর বাড়ির পিছনের জঙ্গলের মধ্যে সেফটিক ট্যাঙ্কের উপর লুকিয়ে ছিল বলে জানা যায় । রাতেই সঞ্জয় মন্ডলকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় আগেই মূল চক্রী মিঠু হালদার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মিঠুর ছেলে ভিকি এখনও অধরা। ভিকির খোঁজে ভিন রাজ্যে ও তল্লাশি অভিযান চালাচ্ছে লালবাজারের গোয়েন্দা শাখা। এছাড়াও এদিন রাতে সঞ্জয়ের এক আত্মীয় ডায়মন্ডহারবার থানার কপাট হাটের বাসিন্দা রাজকুমার ভুইঞাকে আটক করেছে পুলিশ । সঞ্জয়ের স্ত্রী রেনুকার দাবি, সঞ্জয়কে কাজের টোপ দিয়ে কলকাতায় নিয়ে গিয়েছিল রাজকুমার। তার স্বামী নির্দোষ । খুনের ব্যাপারে সঞ্জয় কিছুই জানেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =