কৃষক আন্দোলনে পাশে থাকতে পাতিয়ালা থেকে ২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে দিল্লির কৃষকদের পাশে বৃদ্ধা

সংবাদপ্রবাহ টিভি নিউজ ডেস্ক :: ২৬শে ডিসেম্বর :: নয়াদিল্লি :: কৃষক আন্দোলনে ‘পাওয়ার হাউস’ হিসেবে আবির্ভূত হয়েছেন ভারতের নারীরা। এবার ২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে আন্দোলনে যোগ দিলেন এক বৃদ্ধা। পাঞ্জাবের পাতিয়ালা থেকে দলবল নিয়ে মঙ্গলবার দিল্লির সিংঘু সীমানায় হাজির হন ষাটোর্ধ্ব মনজিৎ কাউর। তার লক্ষ্য একটাই, চলমান আন্দোলনে কৃষকদের পাশে থেকে আরও জোরদার লড়াইয়ের বার্তা দেয়া।

তিনি জানান, দাবি আদায়ে ঠাণ্ডা উপেক্ষা করে দিল্লিতে বসে রয়েছেন ঘরের পুরুষ ছেলেরা। তাই তিনি আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি। আর তাই কয়েকজন সঙ্গীকে নিয়ে ২৫০ কিলোমিটারের বেশি জিপ চালিয়ে সিংঘু সীমানায় হাজির হয়েছেন তিনি।গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। তাই তাঁরাও বেরিয়ে পড়েছেন দিল্লি-সিংহু সীমান্তে আন্দোলনকারীদের পাশে থাকতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =