কোলাঘাটের সংকেত ক্লাবের দেবীপ্রতিমাকে বরনের মাধ্যমে বিদায় জানালো

প্রসুন ব্যানার্জি :: সংবাদ প্রবাহ :: কোলাঘাট :: শনিবার রাতে অর্থাৎ দশমীর পরের দিন কোলাঘাটের সংকেত ক্লাবের দেবীপ্রতিমাকে বরনের মাধ্যমে বিদায় জানালো স্থানীয় মানুষেরা ।

মূলত এদিন মহিলারা বরন ও কনকাঞ্জলির মধ্য দিয়ে দেবী দূর্গাকে এদিন বিদায় জানালো।আগামী বছর আসার আহ্বান জানিয়ে চোখের জলে বিদায় জানালো মর্তবাসীরা।আবারো একটা বছরের অপেক্ষার পালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 6 =