গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নাবালিকার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদের জলঙ্গি থানার হুকাহারা গ্রামের বাসিন্দা সুন্নত সেখের মেয়ে জেসমিনা খাতুন (১৬) । রবিবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জেসমিনা খাতুন ।মেয়ের পরিবারের অভিযোগ , বাবা মার সাথে কাজের সূত্রে দিল্লিতে যান সেখানে হুকাহারা গ্রামের সায়ন শেখ এর সাথে প্রেমে জড়িয়ে পড়ে ।

তারা সাথে অবৈধ ভাবে মেলামেশাও করেন বলে জানা যায় । দুই মাস হল দিল্লি থেকে ছেলে এবং মেয়ে বাড়ি চলে আসে , এবং ছেলেকে বিয়ে করতে চাইলে ছেলে অস্বীকার করে । মেয়ে নিজে গিয়ে থানায় অভিযোগ করেন বলে জানা যায়। মেয়ে গলায় ফাঁস দেওয়ার আগে তাদের সমস্ত বিষয় ভিডিও রেকর্ডিং করে আত্মহত্যা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =