নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: গোটা রাজ্যের সঙ্গে নদীয়ার রানাঘাট মহাবিদ্যালয়েও সেট পরীক্ষার সিট পড়ে।সকাল থেকেই রানাঘাট কলেজের গেটের সামনে পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।দুবছর পর সমস্ত কোভিড প্রোটোকল মেনে পরীক্ষা হওয়ায় খুশি পরীক্ষার্থীরা।
সকাল সাড়ে নটার বদলে সাড়ে দশটা থেকে শুরু হবে পরীক্ষা।প্রথমপত্রের পরীক্ষা হবে সকাল সাড়ে ১০ টা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত। দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত। সকাল ন’টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
এই পরীক্ষা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন অধ্যাপকের যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা স্টেট এলিজিবিলিটি টেস্ট ।সাম্প্রতিক করোনা পরিস্থিতির কারণে পরীক্ষার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে।