গোসবার প্রতি দ্বীপের পথে-বাজারের পাশাপাশি দিনভোর জলপথে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী সুব্রত

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: আগামী ৩০ অক্টোবর রাজ্যে উপনির্বাচন । মোট চারটি কেন্দ্রের মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ গোসবা । এই কেন্দ্রে এলাকারই ভূমিপুত্র সুব্রত মন্ডলকে প্রার্থী মনোনীত করেছে তৃণমূল । মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে প্রচারে ঝড় তুলতে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল প্রার্থী ।

গোসবা ব্লক মালার মতো একাধিক দ্বীপ নিয়ে যুক্ত । তাই একাধিক সাভার পাশাপাশি প্রতি দ্বীপের গ্রামের মধ্যে পথে-বাজারে যেমন প্রচারে নিজেকে সারাদিন ব্যস্ত রেখেছে , তেমনি প্রতিদিন নিয়ম করে নৌকায় চেপে জলপথে লাহিড়ীপুর , সাতজেলিয়া , রাঙাবেলিয়া , সহ একাধিক এলাকায় প্রচার চালাচ্ছে সুব্রত মন্ডল । আর তার ছায়া সঙ্গী হয়ে প্রচারে রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পদক শওকত মোল্লা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 11 =