গৌড় বঙ্গের শ্রেষ্ঠ রপ্তানীকারক হিসেবে পুরস্কৃত করা হয় মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহাকে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদার জগৎ বিখ্যাত আম বিদেশের বাজারে বাজারজাত করার লক্ষ্যে এবং মালদা আমের জি আইকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার উদ্যোগ।

মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ফিও এবং ইসি জিসির সহযোগিতায় এক সেমিনারের আয়োজন করা হল জেলা শিল্প কেন্দ্রে।উপস্থিত ছিলেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সম্পাদক উজ্জল চৌধুরি, ফিওর কো-অর্ডিনেটর জুই চৌধুরী, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল সহ অন্যান্যরা। জানা যায় এদিন এই সেমিনারের মাধ্যমে গৌড় বঙ্গের শ্রেষ্ঠ রপ্তানীকারক হিসেবে পুরস্কৃত করা হয় মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহাকে।

এই বিষয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। মালদার জগৎ বিখ্যাত আম যে জিআই পেয়েছে তাকে বিশ্বের বাজারে তুলে ধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =