জঙ্গিপুরে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জঙ্গিপুর :: পথ নিরাপত্তা সম্বন্ধে সংশ্লিষ্ট মানুষদের অবহিত করতে, সংশ্লিষ্ট আধিকারিকদের কাজে লাগিয়ে রাজ্য সরকার ২০১৬ সালে যে কর্মসূচি হাতে নিয়েছেন তা অবশ্যই প্রশংসনীয়। পথ নিরাপত্তা আমাদের জীবনের একটি বড় অংশ।

তেমনি জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে,এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ি,ও রঘুনাথগঞ্জ থানার যৌথ সহযোগিতায় সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি উপলক্ষে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে সাইকেল রেলির আয়োজন করেন।

বিশেষ এই কর্মসূচি পালন করেন আজ রঘুনাথগঞ্জ শহরের কলেজ হোস্টেল মোড়ে এই অভিনব কর্মসূচি পালন করেন। আগামী দুই মাস ধরে জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে ও শহরে মানুষদের সচেতন করতে পৌঁছে যাবে এই রালি।

আজ রঘুনাথগঞ্জ এর সেফ্ ড্রাইভ সেভ লাইফ, কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতি মন্ত্রী আখরুজ্জামান,জঙ্গিপুর S.D.P.O বিদ্যুৎ তরফদার ,জঙ্গিপুর ট্রাফিক ডি.এস.পি আব্দুল কাইয়ুম,সহ রঘুনাথগঞ্জ থানার আই সি পার্থ ঘোষ,জঙ্গিপুর ফাঁড়ির ও সি তন্ময় ভকত, ও একাধিক পুলিশ আধিকারিক গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − one =