ঝাড়গ্রাম জেলার নযাগ্রামের নিগুই এলাকায় হাতির তান্ডব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: ঝাড়গ্রাম জেলার নযাগ্রামের নিগুই এলাকায় হাতির তান্ডব সাত সকালে খাবরের সন্ধানে লোকালয়ে প্রবেশ করল গজরাজ ।হাতি দেখে আতঙ্কিত গ্রামের মানুষ।খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরায় বন কমীরা ।বনদপ্তরের পক্ষ থেকে জানান হয়েছে নয়াগ্রাম রেঞ্জ , কলমাপুকুরিয়া তে হাতি ৪টা, ।

বাসখাঁলি তে হাতির দল ৩৫-৪০টি ।চাঁদাবিলা রেঞ্জ চুলুমদায় হাতির দল ৩০-৩২টি, কলাইকুণ্ডা রেঞ্জ।এছাড়াও বম্বিং এরিয়ায় ৩০-৩৫টি , হরিয়া ধরায় ১টি,সগরভাঙ্গায় ২০-২৫টি। ঐ সমস্থ এলাকার সকলকে সতর্ক থাকার জন্য বন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে।

 

 

” ‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =