দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো বছর সাতের দেবাংশু ।।

সুদেষ্ণা মন্ডল ::সংবাদ প্রবাহ :: দঃ২৪ পরগনা :: কাকদ্বীপের বাসিন্দা বছর সাতেকের দেবাংশু শীল । বাবা কৃষ্ণ শীল ও মা হৈমন্তি শীল।আড়াই বছর বয়স থেকেই মায়ের কাছে পড়াশুনার হাতে খড়ির পাশাপাশি গান শেখা ও ছবি আঁকা রপ্ত করে দেবাংশু । সবকিছুর বাইরে তার এক অন্য নেশা ছিল ছোট বেলা থেকেই । কাদা নিয়ে সারাদিন ধরে ব্যস্ত থাকত কিছু না কিছু তৈরি করতে । আর এই কাদার ডেলা নিয়ে খেলতে খেলতে তৈরি করে ফেলতো কোনো মূর্তি বা কোনো জন্তুর আকৃতি ।

এবছর দেবাংশু বাড়ির সবার অগোচরে কাদা নিয়ে খেলতে খেলতে তৈরি করে ফেলে দুর্গা প্রতিমা । শুধু দুর্গা নয় তার হাতের ছোঁয়ায় উঠে এসেছে মহিষাসুর থেকে কার্তিক , গনেশ , লক্ষী থেকে সরস্বতী । এর আগেও বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে বাবা-মাকে আশ্চর্য করে দিয়েছে সে। কিন্তু এমন সুন্দর দুর্গা মূর্তি বানানো তাও এই বয়সে সত্যিই তা যে কল্পনারও বাইরে তা মেনে নিয়েছে তার বাবা মা থেকে শুরু করে প্রতিবেশীরাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =