দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে শক্তিনগর হাসপাতালে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আজ শক্তিনগর হাসপাতাল এ দেখা করতে এলেন নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। দেখা করতে এসে তিনি জানালেন মৃত ১৮ জনের দ্রুততার সঙ্গে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো জানালেন যে মুহূর্তে দুর্ঘটনাটি ঘটেছে তখন প্রায় রাত দুটো বাজে সেই মুহূর্তেই যতটা সম্ভব চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।যারা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছেন তাদের একটু ভাবা উচিত বলেও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন।

এখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার তিনি দাবি করেন জেলা স্তরের প্রতিটি হসপিটাল সুপার স্পেশালিস্ট হাসপাতাল। তাহলে সেই সুপার স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসা কোথায়। রাত দুটো থেকেই সকাল আটটা পর্যন্ত কোনো চিকিৎসকের দেখা মেলেনি বলেও অভিযোগ দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের।দুর্ঘটনায় আক্রান্তদের পরিবারের দাবি চিকিৎসার অভাবে একে একে প্রায় ৭ জনের মৃত্যু ঘটলো শক্তিনগর জেলা হাসপাতালেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 20 =