দুষ্কৃতী হামলার পুলিশি নিষ্ক্রিয়তার দাবি তুলে থানার সামনে অবস্থান বিক্ষোভ নাদিয়ার ব্যবসায়ীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::নদিয়া :: এর আগেও একাধিক হামলা হয়েছে, কিন্তু নির্বিকার প্রশাসন। এবার চাকদহে এক স্বর্ণশিল্পী উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে চাকদহ শহর পরিক্রমা করে থানার চাকদহ সামনে অবস্থান বিক্ষোভে ফেটে পড়েলেন একাধিক ব্যবসায়ী সংগঠন। উল্লেখ্য গত শুক্রবার স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় দাস নটা নাগাদ তার ছেলে টিউশনি শেষ হওয়ার পর সিংয়ের হাটে কিছু বস্ত্র কেনার জন্য যায়।

সেখানেই তার উপর দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে অজ্ঞান করে তার সোনার গহনা এবং নগদ ২৬০০০ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। এরপর চাকদহ থানায় অভিযোগ জানালে এখন অবধি কোন দুষ্কৃতীদের ধরা হয়নি। মূলত তারই প্রতিবাদে বিক্ষোভ অবস্থান। দীর্ঘক্ষন বিক্ষোভ চলার পর পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের কথা হয়। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ তুলে নেয় ব্যবসায়ীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =