ধনিয়াখালিতে মা, বাবা এবং বোন কে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মা, বাবা এবং বোন কে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের।
ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধনিয়াখালি থানার দশঘড়া রায় পাড়া এলাকায়। মৃতরা হলো বাবা অসীম ঘোষাল,মা শুভ্রা ঘোষাল এবং বোন পল্লবী চ্যাটার্জি।আত্মঘাতী যুবকের নাম প্রমথেশ ঘোষাল।

স্থানীয় সূত্রে জানা গেছে দশঘরা রায় পরিবারের রাজ বাড়িতে দীর্ঘ চল্লিশ বছর ধরে বসবাস করছিলেন এই ঘোষাল পরিবারটি।আদি বাড়ি তারকেশ্বরে।আরো জানা গেছে প্রমথেশ ঘোষাল দীর্ঘ দিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন।স্থানীয় দের দাবি গত রাতে তিন জন কে ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে খুন করা হয়েছে এবং প্রমথেশ নিজেও হাতের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।

তাকে আশংকা জনক অবস্থায় ধনিয়াখালী গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে কি কারণে এই ঘটনা ধোঁয়াসায় এলকাবাসী । তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ। আরো জানা গেছে বোন পল্লবী চ্যাটার্জি বিবাহিত এবং ভাই ফোঁটার দিন সে এখানে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =