নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সরকারী উদ্যোগে যখন বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে ঠিক তখনই ‘ধামসা নয় মাদল নয় মাতৃভাষায় শিক্ষা চাই’ দাবি তুললেন আদিবাসীরাই। মঙ্গলবার বাঁকুড়ার কোতুলপুরে ভারত জাকাত মাঝহি পারগানা মহলের সদস্যরা এই দাবিতে সরব হন।
 সংগঠনের সদস্যদের দাবি, জল জঙ্গলের অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ব বিদ্যালয় স্তর পর্যন্ত সাঁওতালী ভাষা ও অলচিকি হরফে পঠন পাঠনের ব্যবস্থা করা এমনকি দেওমা পাচামি থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের কথাও জানানো হয়।
সংগঠনের সদস্যদের দাবি, জল জঙ্গলের অধিকার সুনিশ্চিত করার পাশাপাশি প্রাথমিক থেকে বিশ্ব বিদ্যালয় স্তর পর্যন্ত সাঁওতালী ভাষা ও অলচিকি হরফে পঠন পাঠনের ব্যবস্থা করা এমনকি দেওমা পাচামি থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনের কথাও জানানো হয়।

