নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: নেশায় আসক্ত এক যুবকের চপারের এলোপাথাড়ি আঘাতে জখম তিন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দল থানার শ্যামনগর রাহুতা পোড়া কালিতলায়।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ কর্মকার, সৌরভ মন্ডল ও দেবব্রত ঘোষ এই তিন যুবক রাতে পাড়ায় আড্ডা মারছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় আচমকা হানা দেয় মদ্যপ যুবক সুরজিৎ সরকার। প্রথমে অভিযুক্ত যুবক সুরজিৎ ও সৌরভকে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে। তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পলাশ কর্মকার, সৌরভ মন্ডল ও দেবব্রত ঘোষ এই তিন যুবক রাতে পাড়ায় আড্ডা মারছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় আচমকা হানা দেয় মদ্যপ যুবক সুরজিৎ সরকার। প্রথমে অভিযুক্ত যুবক সুরজিৎ ও সৌরভকে চ্যালা কাঠ দিয়ে আঘাত করে। তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ।
কাঠ দিয়ে মারার পর অভিযুক্ত যুবক চপার দিয়ে ওই দুজনকে আঘাত করে। ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন দেবব্রত ঘোষ। আক্রান্ত যুবকেরা রাতেই জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মদ্যপ যুবক সুরজিৎ। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।
