নৈটির খুনে এক অভিযুক্তের দেহ মিললো হুগলির গোবরা স্টেশনে

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: গতকাল চন্ডীতলা থানার নৈঁটি এলাকায় একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুন করা হয় । সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতালী ঘোষ ও তাদের মেয়ে শিল্পা ঘোষকে কুপিয়ে খুন করে তাদেরই আত্মীয় শ্রীকান্ত ঘোষ ও তপন ঘোষ।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তপন ঘোষকে গ্রেফতার করে পুলিশ। অপর অভিযুক্ত শ্রীকান্ত ঘোষ পলাতক ছিল। আজ সকালে হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখার গোবরা স্টেশনে আত্মহত্যা করে শ্রীকান্ত ঘোষ বলে    অনুমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + sixteen =