পাঁশকুড়ায় জেলা ব্যাপী সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে এক দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ টিভি :: ৩০শে ডিসেম্বর :: পূর্ব মেদিনীপুর :: জেলায় রাজনৈতিক বিশৃঙ্খলা সামাল দিতে বন্ধুক ছাড়া রাবার বুলেট ,কাদানে গাস বাবহার করে কীভাবে পরিস্তিতি মোকাবিলা করতেহবে, তারই জেলা ব্যাপী সমস্ত অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে এক দিনের বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে |

পাঁশকুড়া থানার অন্তগর্ত পাঁশকুড়া বনমালী কলেজে।এসডিপিও তমলুক অতিস বিশ্বাসের নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবির চলছে।উপস্থিত আছে সিআই নন্দকুমার,সিআই তমলুক,তমলুক মহকুমার সমস্ত ওসি সহ অফিসাররা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =