প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় স্ত্রীকে ব্লেডের আঘাত, গুরুতর জখম স্ত্রী , গ্রেফতার স্বামী ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় স্ত্রীকে ব্লেডের আঘাত। গুরুতর জখম অবস্থায় সোনারপুর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী। আহতের এর নাম কনক দাস । অভিযুক্তের নাম দেবকুমার দাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার সোনারপুর স্টেশন চত্বরে। পুলিশ সূত্রে খবর এই দম্পতি গোসবার বাসিন্দা । সোনারপুর চন্ডিতলা এলাকায় তারা ভাড়া থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সোনারপুর স্টেশন থেকে নেমে এরা দুজন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছিলো। কিছুক্ষণ পরে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দেবকুমার পকেট থেকে ব্লেড বার করে তা দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে । ব্লেডের আঘাতে ডান হাত ও মুখের দুদিকে গভীর ক্ষত হয় । অঝরে রক্ত বের হতে থাকে ।

স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গ্রেফতার করা হয় অভিযুক্তে । কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক ভাবে অনুমান পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + fourteen =