সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: টাকা দিলেই মিলছে জন্ম সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট সহ পঞ্চায়েতের প্রধান এর সুপারিশ করা নানাবিধ শংসাপত্র। অন্য কোন পঞ্চায়েত নয় কেবল ভাঙ্গড় এক নম্বর ব্লকের চন্দনেশ্বর দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটছিল দীর্ঘদিন ধরে। সেখানেই প্রধানের স্বাক্ষর, সিল, স্ট্যাম্প জাল করে নানা অনৈতিক কাজ করা হচ্ছিল।
এরকম একটি বিষয় নজরে আসার পর দিন কয়েক আগে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খোদ পঞ্চায়েত প্রধান। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে ভাঙড়ের ঝিঁঝেরাইট গ্রাম থেকে ।
পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ সেলিম। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পঞ্চায়েত প্রধানের প্যাড, সিল, স্টাম্প এবং জাল জন্ম সার্টিফিকেট, আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র।