প্রশাসন এর নির্দেশ মেনে বন্ধের প্রথমদিন বারুইপুরের সমস্ত দোকান-বাজার বন্ধ রয়েছে সকাল থেকেই । চলছে পুলিশি নজরদারি।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: করোনা সংক্রমণ রুখতে গত সপ্তাহের পর আবারও প্রশাসনের পক্ষ থেকে বারুইপুর পুরসভা এলাকার সমস্ত বাজার-হাট দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল ।

বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন বারাইপুর এর সকল বাজার-হাট বন্ধ রাখতে হবে ব্যবসায়ীদের । করোনা মহামারীর সংক্রমণ যেভাবে প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে তা বলা যেতে পারে রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।

প্রশাসন এর নির্দেশ মেনে বন্ধের প্রথমদিন বারুইপুরের সমস্ত দোকান-বাজার বন্ধ রয়েছে সকাল থেকেই । চলছে পুলিশি নজরদারি। তাছাড়াও পৌরসভার পক্ষ থেকে স্যানিটাইজ করার কাজ চালানো হচ্ছে বাজার এলাকাগুলিতে । সকাল থেকেই বাজার-হাট বন্ধের পাশাপাশি রাস্তাঘাটে তেমন সাধারণ মানুষেরও দেখা নেই । সাধারণ মানুষজনকে স্বচতেন করতে এদিন রাস্তায় নামেন বিধায়ক বিভাস সরদার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =