উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ ::বর্ধমান :: বর্ধমান ডিস্ট্রিক জার্নালিস্ট এসোসিয়েশনের এর উদ্যোগে শনিবার উদয় চাঁদ গ্রন্থাগারএ বিজয় সন্মিলনি অনুষ্ঠিত হলো। এই সম্মলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগটনের সভাপতি দিলীপ রাউৎ, উপদেষ্টা সুভাষ সাঁই, সদস্য দুরন্ত নাগ, তিমির বরণ বিস্বাস, কাশি নাথ গাঙ্গুলি,ও অন্যান সদস্যরা।
 এদিন ‘নিত্ৰ বাসা প্রেরণা’ র ছাত্রী আৰুস্মিতা রায় এর নাচের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় । এইদিন সারাটা দিন চলে নানান সাংষ্কৃতিক অনুষ্ঠান। পরে মিষ্টি মুখ করানো হয় সংগটনের পক্ষ থেকে।
এদিন ‘নিত্ৰ বাসা প্রেরণা’ র ছাত্রী আৰুস্মিতা রায় এর নাচের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সূচনা হয় । এইদিন সারাটা দিন চলে নানান সাংষ্কৃতিক অনুষ্ঠান। পরে মিষ্টি মুখ করানো হয় সংগটনের পক্ষ থেকে।
সংগটনের সভাপতি দিলীপ রাউৎ বলেন, আজ আমাদের সংগটনের পক্ষ থেকে বিজয়সম্মলনী অনুষ্ঠান করা হলো।এখন করোনার তৃতীয় ঢেউ চলছে, তাই আমাদের সদস্যদের এবং বর্ধমান বাসীদের সচেতন করছি মাস্ক ছাড়া রাস্তায় বেরোবেন না।দূরত্ব বজায় রাখবেন।আমরাও করোনা বিধি মেনেই অনুষ্ঠান করছি।আমাদের সংগটন শুধু অনুষ্ঠান নয় , নানান সমাজ সেবা মূলক কাজও করে থাকে।
