বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে এক প্রসূতি একইসাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন।

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে এক প্রসূতি একইসাথে তিনটি পুত্র সন্তানের জন্ম দিলেন। চিকিৎসক জানিয়েছেন, মা এবং তিন সন্তানই সুস্থ আছে। ইতিমধ্যেই দুটি শিশুর ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অন্য শিশুটির ওজন তুলনামূলক কম হওয়ায় সাময়িক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির জন্মের সময় ওজন ছিল এক কেজি একশ কুড়ি গ্রাম। সেই কারণেই শিশুটিকে মায়ের সাথেই রাখা হয়েছে। যদিও রবিবারের মধ্যেই তাদের ছুটি দিয়ে দেওয়া হবে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এদিকে তিন সন্তানের জন্ম দেওয়ার প্রসূতির পরিবারে খুশির হওয়া।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডাঃ কৌস্তভ নায়েক জানিয়েছেন, ভাতার থানা এলাকার বাসিন্দা গৃহবধূ অর্চনা বাগদি গত বৃহস্পতিবার বিনা অস্ত্রোপচারে তিনটি সন্তানের জন্ম দেন। প্রাথমিক ভাবে মা এবং শিশু গুলির শারীরিক অবস্থার দিকে নজর রাখা হয়েছিল। তিনি জানিয়েছেন, সকলেই সুস্থ আছে। দু একদিনের মধ্যেই ছুটি দিয়ে দেওয়া হবে।

কৌস্তভ নায়েক জানিয়েছেন, কোন প্রসূতির একইসাথে তিনটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা অস্বাভাবিক নয়। তবে একইসাথে পাঁচটি বা ছ’টি শিশুর জন্ম হওয়া বিরল ঘটনা। তবু তিনটি সন্তানের জন্মের পর মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগের চিকিৎসক, নার্স সকলেই কড়া নজর রেখে চলেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =