বর্ধমান শহরের থেকে অনলাইন বেটিং চক্রের পর্দা ফাঁস করলো পুলিশ – ধৃত তিন

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের পুরাতনচক, নতুনগঞ্জ এলাকার একটি বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া এবং বেটিং চক্র চালানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ টাকা নগদ সহ চারটি এন্ড্রয়েড মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার শহরের পুরাতনচক এলাকার জসিম ইকবাল নামে এক ব্যক্তির বাড়িতে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া খেলা ও বেটিং চলছে বলে পুলিশের কাছে খবর আসে। তারই ভিত্তিতে ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ জসিম ইকবাল, শেখ আজিজ এবং সোমনাথ মন্ডল নামে তিনজনকে আটক করে।

তাদের কাছ থেকে ১লক্ষ ৫০হাজার ৪৫০টাকা নগদ সহ চারটি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে শেখ আজিজের বাড়ি শহরের খাগড়াগড় এলাকায় এবং সোমনাথ মন্ডলের বাড়ি সাধনপুর, আলুডাঙ্গা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 14 =