নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের কাছে বছরের শেষ রাতে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেলো একটি গুদাম । সূত্রের খবর বি গার্ডেন থানার এলাকার স্থানীয় বাঁশতলা মোড়ের একটি গোডাউনে শুক্রবার রাতে আগুন লাগে ।
স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। মালপত্রের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ।