বাইক দুর্ঘটনায় গুরুতর আহত চুচূড়ার এক যুবক

দানিস আলী :: সংবাদ প্রবাহ :: চুচূড়া :: মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহা অষ্টমীর দিনে । হুগলী-চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ড এলাকা সংলগ্ন রাসমণি ঘাটের সামনে থেকে দুটো গাড়ির সংঘর্ষে মারাত্মক জখম হয় এক যুবক |

স্থানীয় সূত্রে জানা গেছে যে যুবকটির বাড়ি চুঁচুড়া তালডাঙ্গা এলাকায় । স্থানীয় বাসিন্দারা চুঁচুড়া সদর হসপিটালে নিয়ে গেলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । যুবকের অবস্থা আশংকাজনক বলে মনে করা হচ্ছে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =