বাঙলাদেশে সংখালঘু নির্যাতনের প্রতিবাদে শ্রীরামপুরে মৌন মিছিল – গ্রেপ্তার ২০

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: 24 অক্টোবর শ্রীরামপুরের ময়দান থেকে বিজেপির মৌন মিছিল বের হয়। এই মিছিলের মূল বিষয় হলো বাঙলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার ও নির্যাতন করে তার প্রতিবাদেই এই মৌন মিছিলের আয়োজন । গত রবিবার ময়দান থেকে বিজেপির মৌন মিছিলের জন্য বের হয়।

কিন্তু শ্রীরামপুরের মোড় থেকে তাদের এরেসট করা হয় । পুলিশের কথায় এই মিছিলের জন্য কোনো পারমিশন ছিল না । তা সত্বেও তারা মিছিল করে ; এই কথা জানতে পেয়ে মিছিলে উপস্থিত হয় পুলিশ কর্তারা আর প্রথমে 5 জনকে এবং পরে আরও 15 জনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানায় নিয়ে যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eight =