বানর যখন সেলুনে গিয়ে চুল-দাড়ি কাটে

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: সামাজিক মাধ্যম টুইটারে প্রায়শই বানর মানুষকে অনুকরণ করছে- এমন ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সে ভিডিওতে একটি বানরকে চুল-দাড়ি কাটতে দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, অবিকল মানুষের মতো একটি বানর সেলুনের চেয়ারে বসে আছে। বানরটির গলায় আছে তোয়ালে। যা সাধারণত কোনো গ্রাহক চুল কাটার জন্য সেলুনে গেলে নাপিতরা দিয়ে থাকেন। খবর ইন্ডিয়া টাইমসের।

সেলুনের এক কর্মী ট্রিমার দিয়ে ওই বানরের চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। অন্যরা নিজেদের মোবাইলে অভিনব এ দৃশ্য ধারণ করে রাখেন। ভিডিওটি পোস্ট করেছেন ভারতের সরকারি কর্মকর্তা রুপিন শর্মা। ইংরেজি অক্ষরে তিনি লিখেছেন, এবার তোমায় সুন্দর দেখাচ্ছে।

 

টুইটারে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, অসাধারণ। আরেকজন বলেন, বানরেরও উচিত সেলুন ব্যবসা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =