বাসে ধুমপানের প্রতিবাদ করতেই পুলিশকে মার বীরভূমের নানুরে

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::বীরভুম :: নানুরের বালিগুলি গ্রামের বাসিন্দা মহম্মদ শাহজাহান একজন পুলিশ কনস্টেবল । এই মুহূর্তে তিনি সদাইপুর থানায় কর্মরত। রবিবার দুপুরে তিনি সদাইপুর থেকে সিয়ান হাসপাতালে গিয়েছিলেন এক আত্মীয়কে দেখতে। সেখান থেকে বেরিয়ে বাসে ওঠেন নানুরে নিজের গ্রামের বাড়িতে ফিরবেন বলে। সেসময় মোহনপুরের কাছে বাসের মধ্যে ধূমপান করতে শুরু করে জনা কয়েক যুবক।

এ নিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে বচসা বেধে যায় তাদের। কনস্টেবল শাহজাহান বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। নিকটবর্তী নানুর থানায় ফোন করে সমস্ত বিষয়টি জানান তিনি। তখনকার মতো বিষয়টি মিটেও যায়। কিন্তু যুবকরা যে পুলিশকর্মীকে টার্গেট করে রেখেছিলেন, তা বুঝতেও পারেননি তিনি।

অভিযোগ, সদাইপুরে শাহজাহান নামার পর ওই যুবকরা তাঁকে ঘিরে ধরে মারধর (Beaten) করেন। তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয়, ভেঙে দেওয়া হয় চশমাও। মুখে আঘাত পান। প্রহারের পর তিনি নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর গোটা ঘটনা তিনি লিখিত আকারে জানান নানুর থানায়। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর। এতে অসন্তুষ্ট মহম্মদ শাহজাহান। তিনি নিজেই নানুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =