বাড়ি ফেরার পথে মদ্যপদের হাতে আক্রান্ত পুলিশ সার্জেন্ট ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: গোড়খাড়া লাঙড়পাড়া এলাকায় আক্রান্ত হলেন রাজা রায় নামে এক কলকাতা পুলিশের সার্জেন্ট। বর্তমানে যাদবপুর ট্রাফিক গার্ডে কর্মরত। দশমীর রাতে ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন রাজা রায় । তার বাড়ি সোনারপুরের সোনাঝিল এলাকায় । বাড়ি ফেরার পথে রাস্তার একটি কুকুর এর সাথে ধাক্কা লাগে । রাস্তায় পড়ে যান তিনি ।

সেইসময় রাস্তার পাশে কয়েকজন মদ খাচ্ছিল । কিছু বুঝে ওঠার আগেই হটাৎ ওই মদ্যপরা এসে মারতে শুরু করে । পাঁচ ছজন মিলে মারধর করে ওই সার্জেন্টকে । হেলমেট দিয়েও মারা হয় তাকে । হাতে, বুকে, মুখে, গলায় আঘাত পান তিনি । এর পর রাস্তায় বাঁচাও বাঁচাও করে আর্ত চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি ।

নিজেই কিছুটা দৌড়ে একটি রিক্সায় উঠে সোনারপুর থানায় যান । গোটা বিষয়টি জানার পর পুলিশ ঘটনার তদন্তে নামে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে কার্তিক ঘোষ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ । বাকিরা ও খুব তাড়াতাড়ি ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =