বিক্ষোভে নিহত ৭৫০ কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেবে তেলেঙ্গানা সরকার

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ ::কোলকাতা :: কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে নিহত ৭৫০ জন কৃষকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তেলেঙ্গানা সরকার। রাজধানী নয়াদিল্লির সীমান্তে নিহত এই কৃষকদের প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গতকাল শনিবার তেলেঙ্গানা সরকারের কাছ থেকে এমন ঘোষণা করা হয়েছে  বলে জানিয়েছে এনডিটিভি।

কৃষকদের টানা আন্দোলনের মুখে গত শুক্রবার তিনটি কৃষি আইন প্রত্যাহারের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আইন তিনটি প্রণয়নের পর থেকে শুরু করে প্রায় এক বছর ধরে আন্দোলন করেন কৃষকেরা। এই আন্দোলনের একপর্যায়ে কৃষকেরা রাজধানী নয়াদিল্লিও অবরুদ্ধ করেন।

রাজ্য সরকারের তিন লাখ টাকার  পাশাপাশি কেন্দ্রীয় সরকার যাতে নিহত কৃষকদের প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ টাকা  করে ক্ষতিপূরণ দেয়, সেই দাবি তুলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এ ছাড়া আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =