বিজেপিকে সাথে নিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকল তৃণমূল সদস্যরা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: বিজেপিকে সাথে নিয়ে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকল তৃণমূল সদস্যরা। ইংলিশ বাজারের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দুর্নীতির অভিযোগ তুলে প্রধানকে অপসারণের দাবিতে বিডিওর কাছে অনাস্থা প্রস্তাব পাঠালো তৃণমূল সদস্যরা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাজ্জাদ আলী। দল যা বলবে সেই অনুযায়ী কাজ করবেন দাবি প্রধানের। দল অনাস্থার বিপক্ষে ফের একবার বিক্ষুব্ধ সদস্যদের হুঁশিয়ারি জেলা তৃণমূল নেতৃত্বের। কেউ দল বিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি জেলা বিজেপির নেতৃত্বের ও।

ইংলিশ বাজারের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে মোট 13 টি আসনের মধ্যে তৃণমূলের দখলে যায় 9 টি, বিজেপি পায় 3 টি আসন ও একটি আসন দখল করে নির্দল প্রার্থী। নির্দল প্রার্থী সাজ্জাদ আলী তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তিনি প্রধান নির্বাচিত হন। এবারে সেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিকে সাথে নিয়ে অনাস্থা ডাকলেন তারা।

ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেত্রী পূর্ণিমা চৌধুরীর অভিযোগ গত তিন বছরে প্রধান কয়েক কোটি টাকা দুর্নীতি করেছেন। এমনকি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে অন্যান্য সদস্যদের। সেই কারণেই প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়েছে। অন্যদিকে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা উজ্জ্বলা মন্ডল বলেন, গত তিন বছরে কোনো কাজ পায়নি এলাকায়। মানুষের জব কার্ড পর্যন্ত করে দিতে পারিনি। প্রধানকে বার বার বলেও কোন লাভ হয়নি তাই অনাস্থা ডেকেছি।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সাজ্জাদ আলী।তিনি বলেন,কোনো দুর্নীতি করিনি। সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি। তারপরও অনাস্থা ডেকেছে। দল যা সিদ্ধান্ত নেবে মেনে নেব।
এদিকে একের পর এক পঞ্চায়েতে অনাস্থার ঘিরে ক্রমশ অস্বস্তি বাড়ছে জেলা তৃণমূল নেতৃত্বের। নেতৃত্ব কে না জানিয়ে অনাস্থা ডাকলে কঠোর ব্যবস্থা নেবে দল হুঁশিয়ারি জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসুর।

তৃণমূলের সাথে হাত মিলিয়ে বিজেপি সদস্যরা অনাস্থা আনায় অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, কেউ দল বিরোধী কাজ করলে কঠোর ব্যবস্থা নিবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + twenty =