বিজেপি ছাড়ার পর বাসন্তীতে তৃণমূলের সভায় হাজির অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বিধানসভা ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়ে লড়ে পরাজিত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়l অনেক মাস নিষ্ক্রিয় থাকার পর কিছুদিন আগেই বিজেপি ত্যাগ করেন ট্যুইট করেই l অবশেষে সোমবারই সুন্দরবন এলাকার বাসন্তী ব্লকের মসজিদবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সভায় হাজির হয়ে আবার তৃণমূল শিবিরেই আগের মতো দেখা গেলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে l

এদিন মূলত গোসাবা উপ নির্বাচনে জয়লাভ করা তৃণমূল বিধায়ক সুব্রত মন্ডলের সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল মসজিদবাটি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে lসেখানে ছিলেন ক্যানিং পূর্ব ও পশ্চিম কেন্দ্রের তৃণমূলের বিধায়ক শওকাত মোল্লা,পরেশরাম দাসlএছাড়া ছিলেন বাসন্তী ও গোসাবার বিধায়ক শ্যামল মন্ডল ও সুব্রত মন্ডল l

সেখানে বাসন্তীর তৃণমূলের বিধায়ক শ্যামল মন্ডল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সামনেই তিনি এখন তৃণমূলের বলে দাবিও করেন l সেই সঙ্গে অভিনেত্রী নিজেও ভাষনে মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানান l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =