বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার তিন মুর্শিদাবাদে।

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার রাতে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার তার নিজের চেম্বারে এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, লালগোলা থানার পুলিশ ও এসওজি টিম গোপন সূত্রে খবর পেয়ে যৌথ ভাবে অভিযান চালিয়ে লালগোলা থানার পিরতলা আমতলা এলাকার একটি আমবাগান থেকে রিপন সেখ, আব্দুল হাসান ও রবিউল ইসলাম নামে তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তিনি আরও জানিয়েছেন গত ১ মাসে জেলায় মোট ৩৫ টা কেস হয়েছে হেরোইনের। মোট হেরোইন উদ্ধার হয়েছে ১৫ কেজি ৪৪৪ গ্রাম এবং গ্রেপ্তার হয়েছে ৬০ জন হেরোইন পাচারকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + three =