বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মনমোহন সিং

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি ::  হৃদযন্ত্রের সমস্যার কারণে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন  প্রাক্তন  প্রধানমন্ত্রী মনমোহন সিং।বুধবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাকে দিল্লির ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস’ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের হৃদরোগ বিভাগে (কার্ডিওলজি ওয়ার্ড) রাখা হয়েছে মনমোহনকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন সাবেক  প্রধানমন্ত্রী। তার জ্বর এবং দুর্বলতা জনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

২০২০ সালের মে মাসেও বুকে ব্যথা নিয়ে  হাসপাতালে  ভর্তি হয়েছিলেন মনমোহন। বেশ কিছু দিন চিকিৎসাধীনও ছিলেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহনকে। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দু’দফায় ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকা ৮৯ বছরের প্রবীণ কংগ্রেস নেতার ১৯৯০ এবং ২০০৯ সালে দু’বার হার্ট-বাইপাস সার্জারি হয়েছে। তার ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =