বড়সড় সাফল্য পেল পাঁশকুড়া থানা অভিযান চালিয়ে উদ্ধার হল ৩৮ কেজি গাঁজা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ। অভিযান চালিয়ে উদ্ধার হল ৩৮ কেজি গাঁজা । গ্রেফতার এক মহিলা সহ তিনজন । পাশাপাশি গাঁজা পাচারের সাথে যুক্ত একটি গাড়িও বাজেয়াপ্ত হয় । ধৃতরা পাঁশকুড়ার সুরানানকারের বাসিন্দা মঞ্জু পাল, বাপন মুন্সি ও হাওড়ার শ্যমপুরের বাসিন্দা শেখ রফিকুল আলি। শুক্রবার ধৃতদের তমলুক আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

বেশ কিছুদিন ধরে পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় গাঁজা, হেরোইনের ব্যবসা চলছে রমরমিয়ে। খবর ছিল পুলিশের কাছেও । খবর পাওয়ার পর পুলিশ এর পক্ষ থেকে পাঁশকুড়া শহর সহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয় । গোপন সূত্রে খবর আসে উড়িষ্যার থেকে একটি গাড়িতে করে গাঁজা পাচার হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কনকপুর বাজারে একটি গাড়ি ঘিরে ফেলে পুলিশ । গাড়িতে ছিল এক মহিলা ও দুইজন যুবক ৷ তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ১৯ টি গাঁজার প্যাকেট উদ্ধার হয় । গাঁজা সহ গাড়িটিকে আটক করার পাশাপাশি ওই মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =