মধ্যপ্রদেশে মাতাল বরযাত্রী নিয়ে বিয়ের আসরে মদ্যপ বর – তারপর ?

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: মদ খেয়ে মাতাল অবস্থায় বিয়ে আসরে এসেছিলেন এক যুবক। তিনি এতোটাই মাতাল ছিলেন যে ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। শুধু হবু বরই নন, বরযাত্রীর অনেকেই ছিলেন মাতাল। হবু শ্বশুরবাড়ির সবার এই দশা দেখে ওই তরুণী বিয়ে ভেঙে দিয়েছেন। মধ্যপ্রদেশের রাজগড় জেলার সুথালিয়ায় ৭ নভেম্বর এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

কনের বাড়িতে বরযাত্রী আসার পর দেখা পর দেখা যায়, বরপক্ষের অনেকে, এমনকি বর নিজেও মাতাল ছিলেন। বর নিজে নিজে ঠিকমতো দাঁড়াতেও পারছিলেন না। বরের এই অবস্থা দেখে মুসকান শেখ নামে ওই কনে এখানে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। মুসকারের বাবা-মাও মেয়ের সিদ্ধান্তে সায় দিয়ে বরযাত্রীকে ফিরে যেতে বলেন। স্থানীয় পুলিশও এ ব্যাপারে কনের পরিবারকে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =