নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: রবিবার ৩,আগস্ট :: বাঙ্গালী আর বাংলা ভাষা নিয়ে যখন উত্তাল কোচবিহার থেকে কাকদ্বীপ ঠিক সেই সময় পিছিয়ে পরতে রাজি নয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার তিস্তা পাড়ের রাজবংশী অধ্যুষিত ময়নাগুড়ি।
সম্প্রতি রাজ্যের পৌরসভা গুলো শহরের বুকে লাগানো বেসরকারি সংস্থার বিজ্ঞাপনী বোর্ড বাংলা ভাষায় করার ওপর জোর দিয়েছে।
এই প্রসঙ্গে তৃণমূল পরিচালিত ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়ের সোজাসাপ্টা জবাব, ময়নাগুড়ি পশ্চিমবঙ্গের বাইরে নয়, অন্যান্য পৌরসভা যেটা করবে আমরাও সেটি অনুসরণ করবো অবশ্যই।