মানিকচক এনায়েতপুর হাই স্কুলের হেডক্লার্ক করোনা পজেটিভ – চলছে স্কুলের ক্লাস

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: মালদার মানিকচক এনায়েত পুর হাই স্কুলের হেডক্লার্ক করোনা পজেটিভ। তবে চলছে স্কুলের ক্লাস। সংক্রমনের আতঙ্কে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। জানা গেছে গত কয়েক দিন ধরে করোনার লক্ষণ নিয়ে জ্বরে ভুগছিলেন স্কুলের হেড ক্লার্ক।গত মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করান ।বুধবার স্কুল আসার পর জানতে পারেন তিনি করণা পজিটিভ ।তিনি মালদা শহরে থাকেন ।তিনি সহ 12 জন শিক্ষক একটি ভাড়ার গাড়ি করে প্রতিদিন স্কুল আসেন।

স্কুল কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তার সহযাত্রী ১২ জন শিক্ষককে স্কুল থেকে বাড়ি ফেরত পাঠান। তড়িঘড়ি অফিস রুম ও স্টাফ রুম স্যানিটাইজ করা হয়। কিন্তু বন্ধ করা হয়নি ক্লাস ।স্কুল গিয়ে দেখা গেল এক থমথমে পরিবেশ । শিক্ষকসহ ছাত্রদের চোখেমুখে আতঙ্কের ছায়া ।সংক্রমনের আতঙ্ক নিয়ে চলছে ক্লাস ।

এনায়েতপুর হাই স্কুল এর সহ শিক্ষিকা সুতপা পাল জানান সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি ।আর সেই আতঙ্কের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস। জেলা বিদ্যালয় পরিদর্শক উদয়ন ভৌমিক জানান, যিনি করোণা পজিটিভ হয়েছেন তাকে আপাতত আইসোলেশন এ পাঠানো হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস চলবে। জেলা শাসক রাজর্ষী মিত্র বলেন,করোনা পজিটিভকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকিদের টেষ্টের ব্যবস্থা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =