মালদার মালতিপুরে তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড পেশ করলেন বিধানসভার কো-অর্ডিনেটর আব্দুর রহিম বক্সী

মধুমিতা কুমারী :: সংবাদ প্রবাহ টিভি :: ৪ঠা ফেব্রুয়ারী :: মালদা :: আজকে মালতিপুর বিধানসভা কেন্দ্রের মালতীপুর অঞ্চলের বিভিন্ন বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কংগ্রেসের 10 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করা হচ্ছে |

এই কার্ড নিয়ে দুয়ারে দুয়ারে প্রচার করছেন এই বিধানসভার কো-অর্ডিনেটর তথা প্রাক্তন বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী এবং উপস্থিত আছেন ব্লক সভাপতি হাবিবুর রহমান ও উপস্থিত আছেন ব্লক নেতৃত্বগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 2 =