মালদায় আব্দুর রাহিম বকশির নেতৃত্বে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথযাত্রা ও মহা মিছিল।

কুমার ঠাকুর  ::সংবাদ্প্রবাহ টিভি  :: ১,ফেব্রুয়ারি :: মালদা :: আজকে মালতিপুর বিধানসভার অন্তর্গত চাঁচল ২ব্লকের মহিলা তৃণমুল কংগ্রেসের ডাকে আব্দুর রহিম বক্সির নেতৃত্বে বিজেপি সরকারের অনৈতিক কৃষি বিল, পেট্রোল, ডিজেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথযাত্রা ও মহা মিছিল অনুষ্ঠিত হলো ।

মালতিপুর পার্টি অফিসে উক্ত পথ যাত্রায় উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা কো-অর্ডিনেটোর মাননীয় #আব্দুররহিমবক্সি মহাশয়, উপস্থিত ছিলেন চাঁচল ২ সভাপতি হাবিবুর রহমান মহাশয় সহ মহিলা নেতৃত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =