মালদায় নির্দিষ্ট নিয়ম মেনেই শুরু হল বুস্টার ডোজ দেওয়ার কাজ।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: নির্দিষ্ট নিয়ম মেনেই শুরু হল বুস্টার ডোজ দেওয়ার কাজ। একদিকে যখন করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন অন্যদিকে টীকা করনের কর্মসূচিও চলছে জোর কদমে। স্বাস্থ্য দফতরের দাবি ইতিমধ্যেই অধিকাংশ মানুষের দ্বিতীয় ডোজ সম্পুর্ন হয়েছে। কিছু যাঁরা বাকি আছেন তাঁরাও আসছেন ভ্যকসিন নিতে।

পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়ার কাজ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমে যখন ভ্যাকসিন দেওয়া শুরু হয় তখন প্রাথমিক অবস্থায় অনেকেই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেন নি।

এমনকি কিছু স্বাস্থ্য কর্মীও অজানা আতঙ্কে পিছিয়ে ছিলেন। কিন্তু এখন আর সেই ছবি নেই। মানুষ দায়িত্ব নিয়ে ভ্যাকসিন নিতে আসছেন। যাঁদের দ্বিতীয় ডোজ হয়ে গেছে তাঁদের এবার বুস্টার ডোজ দেওয়া শুরু হল। মালদহের হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন ব্লকেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।

প্রথম সারিতে স্বাস্থ্য কর্মীরা রয়েছেন।এরপর ধাপে ধাপে অন্যান্যদের দেওয়া হবে। এখন কোভিশিল্ডের বুস্টার ডোজ চলছে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সোমবার দেওয়া হল ৬৫ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =